মাকর্স অল রাউন্ডার-2014 সাদমান সাকিব নাবিল এর গল্প
নাবিল এর সংক্ষিপ্ত বিবরন:
নাবিল-ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ সিলেট এর 3য় শ্রেণীর ছাত্র।
যেভাবে নাবিলের যাত্রা শুরু…
‘প্রতিভার
ঝলকে সেরা হও পলকে’ স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতায় সাদমান সাকিব নাবিল ব্লু-বার্ড
স্কুল এন্ড কলেজের পক্ষে লড়ছে। প্রাথমিক ও মাধ্যমিক দুইটি বিভাগে অঞ্চল ভিত্তিক শিক্ষামূলক
অনুষ্ঠানটি বাংলাদেশের 7টি বিভাগে ভাগকের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। নাবিল প্রাথমিক
শাখা থেকে সিলেট বিভাগ জোন-1 থেকে অংশ গ্রহণ করছে।সিলেট জোন-1 এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত
হয় নাবিলের স্কুল ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে 02/05/2014 ইং তারিখে। ঐ রাউন্ডে নাবিলে
অভিনয় এবং গল্প বলা এই দুইটি বিষয়ের জন্য সিলেকশন করা হয়। জোন-1 এ সিলেকশন হয় 100 জন।
রিজিউনাল
রাউন্ড-
সিলেট ‘নির্ভানা’
ইন হোটেলে রিজিউনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সিলেকশন রাউন্ড এর বাচাইকৃত জোন-1 ও জোন-2
থেকে বাচাইকৃত 200 জন প্রতিযোগি অংশ গ্রহণ করে।সেখান থেকে নাবিল অভিনয়ের জন্য সিলেকশন
হয়। 200 জন থেকে 16 জনকে ঢাকা যাওয়ার টিকেট মিলে। তার মধ্যে নাবিল একজন।
ন্যাশনাল
রাউন্ড-
ঢাকার বাংলা
একাডেমীতে ন্যাশনাল রাউন্ড প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে অংশ গ্রহণ করে সারা
বাংলাদেশ কে বাচাইকৃত 400 জন প্রতিযোগী। এখান থেকে বাচাই করা হয় 50 জনকে। এখানে নাবিল
শুধু 50 জনের একজনই নয়, নাবিল অভিনয়ে 2য় স্থান লাভ করে। 2য় স্থান অর্জনের মাধ্যমে নাবিল
রৌপ্ পদক পাওয়ার গৌরব অর্জন করে। তার সাথে একটি কম্পিউটার যা স্কুলকে প্রদান করা হয়।
থিয়েটার রাউন্ড-1
থিয়েটার রাউন্ড-1
50 জন প্রতিযোগী
অংশ করে এই রাউন্ডে। ওখানে বিচারকের দায়িত্বে ছিলেন শমী কায়চার, পার্থ বড়ুয়া এবং রোমানা
রসীদ ঈশিতা। প্রতিযোগীতায় প্রতি প্রতিযোগী তিনটি বিষয়ে তাদের পারদর্শিতা দেখাতে হয়েছে।
তখন থেকেই শুরু হয় গ্রুমিং ক্লাস। ঐ রাউন্ডে 50 জন থেকে বাচাই করে 15 জনকে নেওয়া হয়।
নাবিল বরাবরই তার ভূতের অভিনয় করে। বিচারকরা তার অভিনয়ে মুগ্ধ হয়ে ‘বাংলার শ্রেষ্ঠ
ভূত’ নাম দেয় নাবিলকে।
থিয়েটার রাউন্ড-2
2য় থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। প্রতিযোগীদের বিচারকরা একটি থিম দিয়ে দেয়। সেই থিম অনুসারে
তাদের কাজ করতে হয়। সেইবারের থিমটা ছিল বর্ষা। বর্ষা থিমে নাবিল অভিনয় করে ‘ঘটক চড়ুই
পাখির মাধ্যমে ব্যাঙের সাথে ভ্যাঙের বিয়ে’। সেখান থেকে নাবিল টপ নয় এ চলে আসে।
থিয়েটার রাউন্ড-3
থিয়েটার রাউন্ড-3
3য় থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। প্রতিযোগীদের বিচারকরা একটি থিম দিয়ে দেয়। সেই থিম অনুসারে
তাদের কাজ করতে হয়। সেইবারের থিমটা ছিল পালাপর্বন। সেই রাউন্ডে নাবিল টপ সাত এ চলে
আসে। এ পর্বে সিলেট থেকে শুধু নাবিলই ছিল।
থিয়েটার
রাউন্ড-4
4য় থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। প্রতিযোগীদের বিচারকরা একটি থিম দিয়ে দেয়। সেই থিম অনুসারে
তাদের কাজ করতে হয়। সেইবারের থিমটা ছিল রুপকথা। সেই রাউন্ডে নাবিল টপ ছয় এ চলে আসে।
থিয়েটার
রাউন্ড-5
5ম থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। অতিথি শিল্পিরা ছিলেন সারমিন লাকি।থিম ছিল অরন্য ও নদী।
সেই রাউন্ডে নাবিল টপ পাঁচ এ চলে আসে।
থিয়েটার
রাউন্ড-6
6ষ্ঠ থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। প্রতিযোগীদের বিচারকরা একটি থিম দিয়ে দেয়। সেই থিম অনুসারে
তাদের কাজ করতে হয়। সেইবারের থিমটা ছিল সোনালী পর্দায় রুপালী অতীত।সেখানে অতিথি শিল্পি
হিসেবে ছিলেন নায়ক আলমগীর। সেই থিমে নাবিল প্রয়াত নায়ক জসিমের চরিত্রে অভিনয় করে। জসিম
চরিত্রে অভিনয় করে সুপার হিট নায়ক উপাদি পেয়েছে। সেই রাউন্ডে নাবিল টপ চার এ চলে আসে।
থিয়েটার রাউন্ড-7
থিয়েটার রাউন্ড-7
7ম থিয়েটার
রাউন্ড টা ছিল একটু অন্যরকম। প্রতিযোগীদের বিচারকরা একটি থিম দিয়ে দেয়। সেই থিম অনুসারে
তাদের কাজ করতে হয়। সেইবারের থিমটা ছিল এডব্যানচার।সেখানে অতিথি শিল্পি হিসেবে ছিলেন
এস আই টুটুল। সেই থিমে নাবিল স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করে। সেই রাউন্ডে নাবিল
টপ তিন এ চলে আসে।
//স্বপ্ন যদি হয় সত্যি
তবে দিব
নৌকায় পাড়ি,
নিয়ে আসব
আনন্দের ফুল
ফিরে আসব
বাড়ি...।//
এখন স্বপন্
সত্যি হওয়ার পালা-
এখনই আমাদের
ভোট করতে হবে সেই ছোট্ট ছেলেটিকে যার স্বপ্নগুলো আমাদের মাঝে রেখে সে বাড়ি আসতে চায়।
যেখানে ছোট ছোট পায়ের ছাঁপ পরে আছে শিশির ভেজা ঘাসে। সেখান থেকে কুড়িয়ে আনতে হবে চিরচেনা
মুক্তাগুলোকে।
শিশির ভেজা
ঘাস হয়ে যেন উঠে মুক্তো..
Nabil go ahead...
ReplyDeleteনাবিল তুমি এগিয়ে চল...
ReplyDelete